ধোলাইপাড়ে যাত্রীবাহী বাসে আগুন
রাজধানীর ধোলাইপাড় এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে বাসে আগুন লাগার খবর আসে বলে নিশ্চিত করেছেন দায়িত্বরত অফিসার রোজিনা আক্তার।
আরও পড়ুন: গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা: ধর্ষণ ও প্ররোচনার অভিযোগে দুই শিক্ষক গ্রেপ্তার
তিনি বলেন, “সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে ধোলাইপাড় এলাকায় একটি বাসে আগুন লাগার সংবাদ পাই। খবর পাওয়ার পরপরই আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি এবং কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।”
রাজধানীর বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় জনমনে উদ্বেগ ছড়িয়েছে।
আরও পড়ুন: পিকনিকের কথা বলে গণধর্ষণ, গণবিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার
বিশেষ করে বিভিন্ন যাত্রীবাহী পরিবহনে ধারাবাহিকভাবে আগুন দেওয়ার ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর কেড়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ধোলাইপাড়ে আগুনের ঘটনাটি ওই ধারাবাহিকতার অংশ কিনা, তা এখনো নিশ্চিত নয়। ঘটনাস্থল পরিদর্শনের পর বিস্তারিত জানা যাবে।





