২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে বাংলাদেশ: সারাহ কুক

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ন, ০৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৪:৪৪ অপরাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের শুল্কমুক্ত সুযোগ ২০২৯ সাল পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘এইচএসবিসি এক্সপোর্ট এক্সিল্যান্স অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন: আজ থেকে ভোজ্যতেলের নতুন দাম কার্যকর

সারাহ কুক বলেন, ২০২৯ সালের পরও বাংলাদেশ থেকে রপ্তানিকৃত তৈরি পোশাকসহ প্রায় ৯২ শতাংশ পণ্য যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। এটি বাংলাদেশের রপ্তানি খাতকে আরও শক্তিশালী করবে এবং রপ্তানি বাজারে বৈচিত্র্য আনতে সহায়তা করবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, যুক্তরাজ্যের এ সিদ্ধান্ত প্রমাণ করে, তারা বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করতে চায়।

আরও পড়ুন: একদিনেই দাম কমলো পেঁয়াজের