ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ

Shakil
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২২ | আপডেট: ৭:৫৯ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২২

ঢাকা কলেজে নতুন  অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউসুফ। ৪ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (সরকারি কলেজ -২ শাখা) উপ-সচিব চৌধুরী সামিরা ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়।

অধ্যাপক মোহাম্মদ ইউসুফ ১৯৯৩ সালে ১৪তম বিসিএসে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে শিক্ষা ক্যাডারের কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। সবশেষ তিনি ঊর্ধ্বতন বিশেষজ্ঞ হিসেবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ঢাকায় প্রেষণে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যমুনা সেতু অবরোধ

উল্লেখ্য, গত ২৪ মার্চ ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে অবসরে যান অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার। এরপর কলেজটির উপাধ্যক্ষ প্রফেসর এটিএম মইনুল হোসেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।