নবীনদের ফুল-মিষ্টিতে বরণ করে নিল কবি জসীমউদ্দিন হল ছাত্রদল

Sanchoy Biswas
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ন, ২৯ জুন ২০২৫ | আপডেট: ১২:১৯ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দিন হলে ২০২৪-২৫ সেশনের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে ফুল, মিষ্টি ও কলম উপহার দেয় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। এছাড়া ভর্তি কার্যক্রমে প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনাও দেন তারা। সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দেন ছাত্রদল নেতারা।

হল ছাত্রদলের দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত আলিফ বলেন, “নিরাপদ ও বৈষম্যহীন ক্যাম্পাস বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সন্ত্রাসমুক্ত ও কর্তৃত্ববাদী মনোভাবের বিরুদ্ধে আমরা দীর্ঘদিন সংগ্রাম করে আসছি। নবাগত শিক্ষার্থীরা যেনো নির্ভয়ে নিজেদের অধিকার নিয়ে কথা বলতে পারে ও সুস্থ ক্যাম্পাস গঠনে ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যেই আগামীর ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা গড়ে তুলবো।”

আরও পড়ুন: ৩ দিন ব্যাপী নবীনবরণের আয়োজন করলো রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ


এ সময় নবীন শিক্ষার্থীদের মধ্যেও উৎসাহ ও উদ্দীপনার দেখা যায়। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সহানুভূতিশীল আচরণে সন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুন: রাবির সোহরাওয়ার্দী হলে ডাস্টবিন দিলো কাউসার-সাচ্চু-ইমরুল পরিষদ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি জসীমউদ্দিন হল ছাত্রদলের ক্রীড়া সম্পাদক আব্দুল ওহেদ, অর্থ সম্পাদক মুতাছিম বিল্লাহ হিমেল, সিফাত ইবনে আমিন, সাকিবুল ইসলাম শাওন, মোহাম্মদ হাসান, রাহুল, রিফাতুল আলম আকিব, শাহরিয়ার সাদমানসহ হলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নেতাকর্মীরা জানান, ভবিষ্যতে যেকোনো সমস্যায় নবীন শিক্ষার্থীদের পাশে থাকার পাশাপাশি একটি মুক্ত, গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক পরিবেশ তৈরির আন্দোলন-সংগ্রাম তারা অব্যাহত রাখবেন।