নিজ ঘর থেকে ছাত্রদল নেতার গলা কাটা লাশ উদ্ধার

Sadek Ali
মামুনুর রশীদ, মৌলভীবাজার
প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৫ | আপডেট: ৭:৪৪ পূর্বাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে নিজ ঘর থেকে রাফি আহমেদ (২৮) নামের এক সাবেক ছাত্রদল নেতার গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: সাদা পাথর রক্ষায় প্রশাসনের ৫ দফা সিদ্ধান্ত

নিহত রাফি রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং স্থানীয় মুন্সীবাজারের ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের ভাতিজা।

পরিবার সূত্রে জানা যায়, সকালে রাফি ঘুম থেকে না উঠায় পরিবারের সদস্যরা তাঁর ঘরে গিয়ে দেখেন—রক্তাক্ত অবস্থায় খাটের ওপর পড়ে আছেন তিনি। তাৎক্ষণিক স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেওয়া হয়। 

আরও পড়ুন: ‎পাবনায় অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহণ ধর্মঘট প্রত্যাহার

মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার বলেন, রাফি স্থানীয়ভাবে একজন পরিচিত তরুণ ছিলেন। ঘটনাটি নৃশংস, এলাকাবাসী আতঙ্কিত।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শামিম আকনজি জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এটি একটি পরিকল্পিত হত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে জোর তদন্ত শুরু করেছে।