ডাকসু নির্বাচনে ৮০% ভোট কাস্ট, ফলাফল রাত ১২টার মধ্যে ঘোষণা হতে পারে

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১১:২৮ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৮০ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে। নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছেন, রাত ১২টার মধ্যেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, কোনো কেন্দ্রে অভিযোগ পেলে প্রয়োজনে তারা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করবেন। কেউ ভুয়া অভিযোগ দিয়ে পার পাবে না। যথেষ্ট সিসিটিভি ক্যামেরা কেন্দ্রে স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের আইবিএ এমবিএ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

তারা আরও জানিয়েছেন, কেউ ইচ্ছাকৃত বা পরিকল্পিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।