ডাকসু নির্বাচনের ফলাফলের অপেক্ষায় ঢাবি শিক্ষার্থীরা, সিনেট ভবনে টানটান উত্তেজনা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১২:৩৯ পূর্বাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার অপেক্ষায় শিক্ষার্থীরা নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অবস্থান নিয়েছেন। বিভিন্ন প্যানেলের প্রার্থী ও তাদের সমর্থকরা ভেতরে অবস্থান করছেন, আর বাইরে বিপুলসংখ্যক শিক্ষার্থী অপেক্ষা করছেন ফলাফলের ঘোষণার জন্য।

শিক্ষার্থীদের মধ্যে নিজেদের পছন্দের প্যানেলের জয়-পরাজয় নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা লক্ষ্য করা যাচ্ছে। ভিপি বা জিএস পদে কে বিজয়ী হবেন তা নিয়ে শেষ মুহূর্তে চলছে হিসাব-নিকাশ। অনেক শিক্ষার্থী ‘ঢাবি ঢাবি’ স্লোগান দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। ফলে ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের আইবিএ এমবিএ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

জানা গেছে, আর কিছুক্ষণ পরই বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করবেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

এর আগে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ভোট শেষে সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত ছাত্রদল ও শিবির নেতারা কারচুপির পাল্টাপাল্টি অভিযোগ করেন।

আরও পড়ুন: জ্যোতির্বিদদের অনুসন্ধানে উন্মোচিত মহাবিশ্বের রহস্য

অন্যদিকে, টিএসসিতে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আবদুল কাদের প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন। তিনি বলেন, “ভোটকেন্দ্রের বাইরে ছাত্রদল আর ভেতরে মেকানিজম করেছেন সাদিক কায়েম।