এমবিবিএস–বিডিএস ভর্তি পরীক্ষা শুক্রবার, মানতে হবে যেসব নির্দেশনা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ন, ০৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:১২ পূর্বাহ্ন, ১১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এদিন সকাল ১০টায় দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে পরীক্ষা শুরু হবে। তবে পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময়ের পর পরীক্ষার হলে আর ঢোকার সুযোগ থাকবে না।

এবার ভর্তি পরীক্ষার সময় ১৫ মিনিট বাড়ানো হয়েছে। ফলে মোট পরীক্ষা সময় হবে ১ ঘণ্টা ১৫ মিনিট। ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নে প্রতিটি সঠিক উত্তরে ১ নম্বর যোগ হবে এবং প্রতিটি ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা যাবে। পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের শাস্তিতেও বৈষম্য

পরীক্ষার্থীদের স্বচ্ছ ব্যাগে রঙিন প্রবেশপত্র, কালো কালির স্বচ্ছ বলপয়েন্ট কলম, এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বা রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে। মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস বা অন্য কোনো ব্যাগ নিয়ে কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

সিলেবাস অনুযায়ী জীববিজ্ঞান থেকে ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়নে থাকবে ১৫ নম্বরের প্রশ্ন।

আরও পড়ুন: চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ সড়ক দুর্ঘটনায় নিহত

এ বছর সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে মোট আসন রয়েছে ১৩ হাজার ৫১টি। এর মধ্যে সরকারি মেডিকেলে ৫ হাজার ১০০, সরকারি ডেন্টালে ৫৪৫, বেসরকারি মেডিকেলে ৬ হাজার ১ এবং বেসরকারি ডেন্টালে ১ হাজার ৪০৫টি আসন রয়েছে। এমবিবিএস কোর্সে মোট আসন ১১ হাজার ১০১টি এবং বিডিএস কোর্সে রয়েছে ১ হাজার ৯৫০টি।

ভর্তি পরীক্ষাকে ঘিরে প্রশ্নপত্র ফাঁসের গুজবে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দাবি, ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই।