ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) মহাখালীস্থ স্কাইলাইন রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআই পরিচালক প্রীতি চক্রবর্ত্তী সিআইপি।
এতে ২০২৪ সালের কর্মপরিকল্পনা ও সেবার মান বৃদ্ধির লক্ষে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন- হাসপাতালের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল, ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী, পরিচালক- মেডিকেল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল (অব:) অধ্যাপক ডা. এ কে মাহবুবুল হক, পরিচালক অভিজিৎ ভট্টাচার্য্য এফসিএ, চীফ ফিন্যান্সিয়াল অফিসার দিপংকর দত্ত এসিএস, ডেপুটি ডিরেক্টর ডা. কাজী রফিকুল আলম, জেনারেল ম্যানেজার, হিউম্যান রিসোর্স এন্ড সাপ্লাই চেইন- উইং কমান্ডার (অব:) হাফিজ সরকার, ডিজিএম (একাউন্টস) আনন্দ কুমার সাহা, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) এ কে এম সাহেদ হোসেন।
আরও পড়ুন: ৩৩ ধরনের ওষুধের দাম কমালো, সাশ্রয় ১১৬ কোটি টাকা
সম্মেলনে আগামী বছরকে আরো অর্থবহ করতে হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা ও রোগীদের গুণগত স্বাস্থ্যসেবা প্রদানের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন, ‘টেকসই উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো গুণগত মানের স্বাস্থ্যসেবা। উন্নত, সুখী ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারের পাশাপাশি ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্যসেবা প্রদানসহ স্বাস্থ্য শিক্ষাতেও অগ্রণী ভূমিকা রাখছে এবং এ উন্নতির ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও কাজ করবে এ হাসপাতাল।’
অনুষ্ঠানটি সঞ্চালন করেন সিএফ জামান এসিস্ট্যান্ট ম্যানেজার, ব্র্যান্ড।
আরও পড়ুন: ইউনিভার্সাল মেডিক্যাল ও ভ্যাট ফোরামের স্বাস্থ্যচুক্তি