ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৪৯২

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৮ জনের মৃত্যু হয়েছে।
এ সময় নতুন করে ৪৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। সোমবার (৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ৩৩ ধরনের ওষুধের দাম কমালো, সাশ্রয় ১১৬ কোটি টাকা
বিভাগওয়ারি তথ্য অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে- বরিশাল বিভাগে ১৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, ঢাকা বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৯ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ৩৬ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ৫৩ জন, খুলনা বিভাগে ৫৪ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে ৬১ জন, রংপুর বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ১ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৪১১ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট ১১ হাজার ৪০৯ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়েছেন।
আরও পড়ুন: ইউনিভার্সাল মেডিক্যাল ও ভ্যাট ফোরামের স্বাস্থ্যচুক্তি
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ১২ হাজার ৭৬৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালে (১ জানুয়ারি–৩১ ডিসেম্বর) দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল এবং এক লাখ এক হাজার ২১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার আগের বছর, ২০২৩ সালে, ডেঙ্গুতে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু এবং ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।