ইউনিভার্সাল মেডিক্যাল ও ভ্যাট ফোরামের স্বাস্থ্যচুক্তি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ন, ১২ অগাস্ট ২০২৫ | আপডেট: ৮:৩৪ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল ও বাংলাদেশ ভ্যাট প্রফেশনাল ফোরামের মধ্যে এক দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্যচুক্তি সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী ও বাংলাদেশ ভ্যাট প্রফেশনাল ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী এবং ফোরামের সেক্রেটারি গোবিন্দ চন্দ্র বিশ্বাস।

আরও পড়ুন: দাম কমালো অতিপ্রয়োজনীয় ৩৩টি ওষুধের

চুক্তির আওতায় বাংলাদেশ ভ্যাট প্রফেশনাল ফোরামের সকল সদস্য এবং তাদের পরিবার এখন থেকে এই হাসপাতালে এক্সিকিউটিভ হেলথ চেক-আপ, কার্ডিয়াক হেলথ চেক-আপ ও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ছাড় পাবেন। এছাড়াও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা গ্রহণের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা পাবেন বাংলাদেশ ভ্যাট প্রফেশনাল ফোরামের সদস্যরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) একেএম সাহেদ হোসেন, হেড অব কর্পোরেট নীতা চক্রবর্ত্তী, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ব্র্যান্ড কমিউনিকেশন) সি. এফ. জামান, সিনিয়র এক্সিকিউটিভ (কর্পোরেট বিজনেস ডেভেলপমেন্ট) মোঃ আমিনুল ইসলাম সুমন এবং বাংলাদেশ ভ্যাট প্রফেশনাল ফোরামের ট্রাস্টি বোর্ড মেম্বার (কোষাধ্যক্ষ) মীর মোঃ শামীম হোসেন, ম্যানেজার মোঃ আখতারুল ইসলামসহ প্রমুখ।

আরও পড়ুন: দেশে প্রথমবারের মতো শিশুদের টাইফয়েডের টিকা দেবে সরকার