ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৩৯

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ৭:৫৯ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ কমছে না। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ১৩৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (১৬ নভেম্বর) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৬৫ জন

প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা সিটিতে ৩০০ জন, আর বাকি ৮৩৯ জন ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৮৪ হাজার ৯৯৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৮১ হাজার ৪৪২ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। দেশে এ বছর ডেঙ্গুতে মোট ৩৩৬ জন প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, “ডেঙ্গু এখন মৌসুমী রোগ নয়; সারা বছরই হচ্ছে। বিশেষ করে বৃষ্টি শুরু হলে সংক্রমণ বাড়ে। তাই মশা প্রতিরোধে ওষুধ ব্যবহারের পাশাপাশি জনগণকে সচেতন করতে প্রচারণা জোরদার করতে হবে।”

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী মনে করেন, শুধু জেল-জরিমানা বা মৌখিক সতর্কতা দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। তিনি বলেন, “কার্যকর জরিপ, দক্ষ জনবল এবং বৈজ্ঞানিক উপায়ে মশা নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।”

উল্লেখ্য, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে ইতিহাসের ভয়াবহতম পরিস্থিতি সৃষ্টি হয়। সে বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হন এবং ১ হাজার ৭০৫ জন প্রাণ হারান।