ডেঙ্গুতে এক দিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৬৩৬

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ন, ৩০ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯:৪০ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ডেঙ্গুতে মৃত্যুহীন একটি দিন পার হলেও আবারও বাড়ল প্রাণহানি। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩৬ জন ডেঙ্গু রোগী।

রোববার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৬৫ জন

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত এক দিনে নতুন ভর্তি হওয়া ৬৩৬ জন রোগীর মধ্যে বরিশাল বিভাগে ৭৫ জন, চট্টগ্রাম বিভাগে ৯৫ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১১৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১৪৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৪ জন, খুলনা বিভাগে ৫৬ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ১৭ জন, রংপুর বিভাগে ২ ও সিলেট বিভাগে ৯ জন ভর্তি হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮০৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ছাড়পত্র পেয়েছেন ৯২ হাজার ২৫ জন।

আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত (জানুয়ারি—নভেম্বর) সারাদেশে ৯৪ হাজার ৪০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩৮২ জনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালে মোট ১,০১,২১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয় এবং মারা যান ৫৭৫ জন। তার আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে রেকর্ড ১,৭০৫ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে ভর্তি হন ৩,২১,১৭৯ জন।