গাজায় ইসরাইলি হামলা, নিহত ৩৩

গাজা সিটির উত্তরাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে আরও ৩৩ জন নিহত হয়েছে। সোমবার সকালে বিমান হামলা চালায় দখলদার বাহিনী। এতে বেশ কয়েকজন আহতও হয়েছে। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়ে গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে মামলা, হতে পারে ৩০ বছরের কারাদণ্ড
খবরে বলা হয়েছে, উত্তর গাজায় চিকিৎসাসেবাও সীমিত হয়ে গেছে। ইসরাইলি হামলায় একের পর এক হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। কোনো হাসপাতালই এখন আরও পরিপূর্ণ সেবা দেওয়ার অবস্থায় নেই বলে জানিয়েছে জাতিসংঘ।
এদিকে গাজার পাশাপাশি এবার পশ্চিম তীরেও উত্তেজনা বাড়ছে। রোববার সেখানে ইসরাইলি বাহিনীর হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে। প্যালেস্টাইন লিবারেশন অরগ্যানাইজেশনের ওয়াসেল আবু ইউসেফ জানিয়েছেন, পশ্চিম তীরের পরিস্থিতিও খারাপ হতে শুরু করেছে।
আরও পড়ুন: ইউক্রেন চুক্তি নিয়ে পুতিনের অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প, জেলেনস্কির উপস্থিতি নিয়ে নতুন তথ্য
গত ৭ অক্টোবর ইসরাইলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর পরই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরাইলি বাহিনী। গাজা ও পশ্চিম তীরে বিগত ১০০ দিনের সংঘাতে এখন পর্যন্ত ২৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।