দায়িত্ব নেয়ার আগেই ট্রাম্পাইজমের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আগামীকাল সোমবার (২০ জানুয়ারি) শপথগ্রহণ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিল ভবনে। এ সময় বাইরে বিক্ষোভ করছেন হাজারো মানুষ। ২০১৭ সালের জানুয়ারিতে যখন তিনি প্রথমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন, তখনও বিক্ষোভ হয়েছিল।
রোববার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে বিবিসি জানায়, ট্রাম্পের শপথ অনুষ্ঠানের প্রতিবাদ জানিয়ে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীদের অধিকাংশই নারী। ‘দ্য পিপলস মার্চ’ নামে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশটি আগে ‘উইমেনস মার্চ’ নামে পরিচিত ছিল। ‘ট্রাম্পিজম’ মোকাবিলার লক্ষ্যে কয়েকটি দলের জোট এই বিক্ষোভের আয়োজন করে। নিউইয়র্ক সিটিসহ আরও কয়েক জায়গায় ছোট ছোট বিক্ষোভ সমাবেশ হয়।
আরও পড়ুন: ড. ইউনূসের সাক্ষাৎকারে অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের বার্তা
প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ওয়াশিংটন ডিসিতেই নয়, পুরো দেশজুড়েই এমন বিক্ষোভের পরিকল্পনা রয়েছে। বিবিসি বলছে, ওয়াশিংটন ডিসিতে হাজারো মানুষের বিক্ষোভ পদযাত্রা শনিবারই শুরু হয়েছে।
বিক্ষোভ আয়োজকদের হিসাবমতে, এই পদযাত্রায় ৫০ হাজার পর্যন্ত মানুষ যোগ দিতে পারে। তবে পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীর সংখ্যা ২৫ হাজার হতে পারে।
আরও পড়ুন: ভারতে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত, পদক্ষেপ সীমিত: যুক্তরাষ্ট্রের প্রতিবেদন
জানা যায়, বিভিন্ন বিষয়ে প্রতিবাদ জানাতে এই কর্মসূচি নিয়েছেন বিক্ষোভের আয়োজকরা। তার মধ্যে আছে, জলবায়ু সংকট, অভিবাসন, নারী অধিকারসহ আরও নানা বিষয়।
আয়োজকরা বলছেন, সবাই মিলে ‘ট্রাম্পইজম’ (ট্রাম্পের ভাবাদর্শ) মোকাবেলা করাটাই আজকের বিক্ষোভের মূল বিষয়।
বিবিসির পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াশিংটন ডিসি’র লিংকন মেমোরিয়ালের দিকে পদযাত্রা শুরু হয়ে গেছে। তিনটি স্থান থেকে পদযাত্রা করে মানুষ সেখানে জড়ো হচ্ছে। এতে ধীরে ধীরে বাড়ছে মানুষের সংখ্যা।
পদযাত্রায় যোগ দেওয়া এক নারী বলেন, মানুষ এখনও ট্রাম্পের নীতির বিরুদ্ধে রাস্তায় নামার প্রয়োজন বোধ করবে বলেই তিনি আশা করেন।
তিনি বলেছেন, ট্রাম্পের এবারের প্রেসিডেন্সির মেয়াদে ঝুঁকি আগের চেয়ে আরও অনেক বেশি। কারণ, ট্রাম্প এবার আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছেন। ধনকুবের শ্রেণির মানুষকে তার পাশে পেয়েছেন। এই নারী আরও বলেন, আমরা এখনও এখানে আছি, আমরা প্রতিহত করব। সূত্র: বিবিসি