পোপ ফ্রান্সিসের মৃত্যু, যেভাবে হবে তার শেষকৃত্য

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ন, ২১ এপ্রিল ২০২৫ | আপডেট: ১:৫৭ অপরাহ্ন, ২১ এপ্রিল ২০২৫
বিশ্বের ক্যাথলিক খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস। ছবিঃ সংগৃহীত
বিশ্বের ক্যাথলিক খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস। ছবিঃ সংগৃহীত

বিশ্বের ক্যাথলিক খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস মারা গেছেন। সোমবার (২১ এপ্রিল) ৮৮ বছর বয়সে তিনি মারা যান। পোপ ষোড়শ বেনেডিক্ট পদত্যাগ করার পর ২০১৩ সালের মার্চ মাসে তিনি পোপ হয়েছিলেন।

সোমবার তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আরও পড়ুন: ড. ইউনূসের সাক্ষাৎকারে অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের বার্তা

সংবাদমাধ্যমটি বলছে, ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস মারা গেছেন বলে ভ্যাটিকান জানিয়েছে। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৮ বছর। পোপ ফ্রান্সিসের প্রকৃত নাম ছিল জর্জ মারিও বারগোলিও। ২০১৩ সালের মার্চে তিনি পোপ নির্বাচিত হন। মূলত তৎকালীন পোপ ষোড়শ বেনেডিক্ট পদত্যাগ করার পরই তিনি এই পদে নির্বাচিত হয়েছিলেন।

এদিকে আগে পোপের শেষকৃত্য অনুষ্ঠান একটি জটিল বিষয় ছিল। তবে সম্প্রতি পুরো প্রক্রিয়াটিকে আরও সহজ করার পরিকল্পনাকে অনুমোদন করেন পোপ ফ্রান্সিস। আগের পোপদের সাইপ্রেস, সীসা এবং ওক দিয়ে তৈরি তিনটি নেস্টেড কফিনে সমাহিত করা হতো। তবে পোপ ফ্রান্সিস দস্তা দিয়ে ঢাকা একটি সাধারণ কাঠের তৈরি কফিনকেই বেছে নিয়েছেন। এছাড়া সেন্ট পিটার্স ব্যাসিলিকায় জনসাধারণের জন্য পোপের মৃতদেহকে উঁচু ক্যাটাফাল্কে রাখার ঐতিহ্যকেও বাতিল করেছেন তিনি। এই প্রক্রিয়ার পরিবর্তে মৃতদেহ কফিনের ভেতরে থাকা অবস্থায় শোকাহতদের শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ দেয়া হবে। পোপ ফ্রান্সিসই হবেন এই শতকের প্রথম ধর্মগুরু যাকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হবে। রোমের চারটি প্রধান পোপের ব্যাসিলিকার মধ্যে অন্যতম সেন্ট মেরি মেজরের ব্যাসিলিকায় সমাহিত করা হবে।

আরও পড়ুন: ভারতে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত, পদক্ষেপ সীমিত: যুক্তরাষ্ট্রের প্রতিবেদন

উল্লেখ্য, পোপ ফ্রান্সিস ২০১৩ সালে রোমান ক্যাথলিক চার্চের ২৬৬তম পোপ হয়েছিলেন। তিনি পোপ ষোড়শ বেনেডিক্টের উত্তরসূরি নির্বাচিত হন। গত ১০০০ বছরে পোপ ফ্রান্সিসই প্রথম ব্যক্তি যিনি ইউরোপীয় না-হওয়া সত্ত্বেও ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ পদে পৌঁছেছিলেন।

কার্ডিনাল ফ্যারেল বলেন, “প্রিয় ভাই ও বোনেরা, গভীর শোকের সঙ্গে জানাচ্ছি আমাদের পবিত্র পিতা ফ্রান্সিস প্রয়াত হয়েছেন। সকাল ৭টা ৩৫ মিনিটে রোমের বিশপ ফ্রান্সিস ‘পিতার ঘরে’ ফিরে গেছেন। তার পুরো জীবন ছিল প্রভু ও গির্জার সেবায় নিবেদিত।”