সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হবিগঞ্জের মাধবপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ আগস্ট) দুপুরে মাধবপুর থানা রোডে মাধবপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি
প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে আয়োজিত এ প্রতিবাদ সভায় সাংবাদিকরা তুহিন হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেন। বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যম স্বাধীনতা হুমকির মুখে পড়বে।
তারা দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার
সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, আলাউদ্দিন আল রনি, শংকর পাল সুমন, যুগ্ম সম্পাদক আলমগীর কবির, সাংবাদিক রাজীব দেব রায় রাজু, ইলিয়াস কাঞ্চন তানহা, হামিদুর রহমান, জুলহাস উদ্দিন রিংকু, লিটন পাঠান, হাফিজুর রহমান ভূঁইয়াসহ আরও অনেকে।
বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় একজন সাংবাদিককে হত্যা করা শুধু নৃশংস নয়, এটি গণতন্ত্র ও মুক্ত সাংবাদিকতার ওপর চরম আঘাত। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।





