তেহরানে আবাসিক কমপ্লেক্সে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৬০

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ন, ১৪ জুন ২০২৫ | আপডেট: ৬:৩০ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের রাষ্ট্রীয় টিভির খবরে বলা হয়েছে, ইরানের রাজধানীতে একটি আবাসন কমপ্লেক্সে ইসরায়েলি হামলায় ২০ শিশু নিহত হয়েছে, যার মধ্যে ৬ মাস বয়সী শিশুও রয়েছে। ধ্বংসস্তূপের নিচে দশটি মৃতদেহ এখনও রয়েছে বলে জানা গেছে। আবাসিক ভবনে ইসরায়েলি হামা ৬০ জন নিহত হয়েছেন।

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেছেন, ইসরায়েলের প্রথম হামলায় ৭৮ জন নিহত এবং ৩২০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: ড. ইউনূসের সাক্ষাৎকারে অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের বার্তা

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যখন তাদের সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন, তখন তেহরান তার নাগরিকদের দেশের প্রতিরক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।

শুক্রবার ভোরে ইরানের পারমাণবিক কর্মসূচির প্রাণকেন্দ্র ও দেশটির সশস্ত্র বাহিনীর ওপর হামলা চালায় ইসরাইল। এসব হামলায় ইরানের কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও পরমাণুবিজ্ঞানী নিহত হন।

আরও পড়ুন: ভারতে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত, পদক্ষেপ সীমিত: যুক্তরাষ্ট্রের প্রতিবেদন

 ইসরাইলের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির আরও কাছাকাছি পৌঁছানোর আগেই এই ব্যাপক হামলা চালানো জরুরি ছিল। তবে যুক্তরাষ্ট্র সরকার ও বিশেষজ্ঞরা বলছেন, হামলার আগে তেহরান এমন কোনো অস্ত্র তৈরির প্রচেষ্টায় সক্রিয় ছিল না।

 ইরান পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইসরাইলকে লক্ষ্য করে প্রথমে ড্রোন হামলা চালিয়েছে। এর পর ইসরাইলের দিকে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।