যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তেহরান এখন আর যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না। জায়োনিস্ট ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধের পর ইরানিরা দেশ ও প্রবাসে যে জাতীয় ঐক্য প্রদর্শন করেছেন, তা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মোড় বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (২৫ অক্টোবর) এক ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব বলেন।
আরও পড়ুন: গাজায় প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহতের কথা স্বীকার ইসরায়েলের
তিনি বলেন, প্রস্তুত থাকা মানেই যুদ্ধ হবে এমন নয়। বরং যুদ্ধ ঠেকানোর সবচেয়ে বড় উপায়ই হলো প্রস্তুতি। যদি আপনি প্রস্তুত না থাকেন, যুদ্ধ আসবে; আর প্রস্তুত থাকলে কেউ আক্রমণের সাহস করবে না।
মন্ত্রী আরও বলেন, বর্তমানে ইরানের সামরিক বাহিনী, সরকার, জনগণ এবং সামগ্রিক সমাজের প্রস্তুতি ১২ দিনের যুদ্ধের আগের তুলনায় আরও শক্তিশালী।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ‘দ্রুত ও চূড়ান্ত’—ইরানের সেনাবাহিনী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার রয়েছে, এবং দেশটির পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
তেহরান এ বিষয়ে বৈধতা প্রমাণের জন্য **গঠনমূলক আলোচনায় বসতে প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, আমরা বহুবার আন্তরিকতা দেখিয়েছি, সংলাপের পথ খুলেছি। কিন্তু যুক্তরাষ্ট্র আমাদের কখনো ইতিবাচক সাড়া দেয়নি। আমাদের অভিজ্ঞতা ভালো নয়। তাই আমরা মার্কিনিদের বিশ্বাস করি না, করবও না।
তবে তিনি জানান, বিশ্বাস না থাকলেও সতর্ক ও সীমিত পরিসরে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ সম্ভব—যদি তা পারস্পরিক সম্মান এবং সমান অবস্থান থেকে হয়।
তিনি আরও যোগ করেন, যদি যুক্তরাষ্ট্র সত্যিকারের, সমান ভিত্তিতে এবং পারস্পরিক স্বার্থে উপকারী আলোচনায় আগ্রহ প্রকাশ করে—ইরান কখনো কূটনীতির দরজা বন্ধ করেনি।
সূত্র: মেহের নিউজ





