ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, ১০ জনের মরদেহ উদ্ধার

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ন, ২৩ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৪:৫৮ অপরাহ্ন, ২৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের একটি প্রত্যন্ত এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার উদ্ধার অভিযান শেষে বিধ্বস্ত বিমানটির ভেতর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

বিধ্বস্ত উড়োজাহাজটি এটিআর ৪২-৫০০ মডেলের একটি টারবোপ্রপ বিমান, যা মাঝারি আকারের উড়োজাহাজ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে সাতজন কেবিন ক্রু এবং তিনজন যাত্রী রয়েছেন।

আরও পড়ুন: গাজায় প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহতের কথা স্বীকার ইসরায়েলের

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, উড়োজাহাজটি ইন্দোনেশিয়ার বেসরকারি বিমান পরিষেবা সংস্থা ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের (আইএটি)। গত ২৮ জানুয়ারি রোববার দুপুরে মৎস্যসম্পদ মন্ত্রণালয়ের তিনজন কর্মকর্তাকে নিয়ে দক্ষিণ সুলাওয়েসি দ্বীপে মৎস্যসম্পদ সংক্রান্ত জরিপ পরিচালনার উদ্দেশ্যে রাজধানী জাকার্তা থেকে যাত্রা শুরু করে বিমানটি। তবে উড্ডয়নের কিছুক্ষণ পরই দুপুর ১টা ৩০ মিনিটের দিকে আইএটির প্রধান কার্যালয়ের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

দক্ষিণ সুলাওয়েসি দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী দলের কর্মকর্তা অ্যান্ডি সুলতান জানান, বিমানটি নিখোঁজ হওয়ার পরপরই তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে শুক্রবার সকালে দক্ষিণ সুলাওয়েসির মারোস জেলার বুরুসারাউং পাহাড়ি এলাকার কাছে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। দুর্ঘটনাস্থলটি রাজধানী জাকার্তা থেকে প্রায় এক হাজার ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ‘দ্রুত ও চূড়ান্ত’—ইরানের সেনাবাহিনী

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে ইন্দোনেশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

সূত্র: রয়টার্স