নভোএয়ার লিমিটেডে নতুন জনবল নিয়োগ

Any Akter
চাকরি ডেস্ক
প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৯:৫৯ অপরাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার লিমিটেড নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র সাপোর্ট ইঞ্জিনিয়ার পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। গত ১৫ জানুয়ারি ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

অনলাইনের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থী মাসিক বেতন ছাড়াও কোম্পানির নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আরও পড়ুন: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সিনিয়র সাপোর্ট ইঞ্জিনিয়ার পদে আবেদন করতে প্রার্থীর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (বিএসসি) ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি অ্যাক্টিভ ডিরেক্টরি ও এমএস এক্সচেঞ্জ মেল সার্ভার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

এছাড়া এয়ারলাইন সিস্টেম ইঞ্জিনিয়ারিং, সিআরএস ও ডিসিএস সিস্টেম কনফিগারেশন এবং ব্যবস্থাপনা বিষয়ে ভালো জ্ঞান থাকা আবশ্যক। সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রার্থীর ন্যূনতম ৩ থেকে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন: আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

এটি একটি ফুলটাইম চাকরি। কর্মস্থল হবে ঢাকার বনানী এলাকায় অবস্থিত নভোএয়ারের অফিস। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স হতে হবে ৩০ থেকে ৩৮ বছরের মধ্যে।

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। পাশাপাশি নির্বাচিত প্রার্থী মোবাইল বিল, দুপুরের খাবার সুবিধা এবং প্রতি বছর কোম্পানির নীতিমালা অনুযায়ী ইনক্রিমেন্টসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

অফিশিয়াল ওয়েবসাইট : https://www.flynovoair.com

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ২৫ জানুয়ারি ২০২৬