ইন্টারনেট বন্ধ রেখে গণহত্যা, জয়ের নামে গ্রেপ্তারি পরোয়ানা
ইন্টারনেট বন্ধ রেখে গণহত্যা সংঘটনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে দাখিল করা ফরমাল চার্জ গ্রহণের পাশাপাশি জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল এ আদেশ দেন। আগামী ১০ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ ঘোষণা: হাইকোর্ট
রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর গাজী এমএইচ তামিম আদালতে পলাতক আসামি জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। যুক্তি শোনার পর ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে।
প্রসিকিউশন জানায়, জুলাই–আগস্ট মাসে ইন্টারনেট বন্ধ রেখে নির্বিচারে হত্যাকাণ্ড সংঘটনের অভিযোগে উভয়ের বিরুদ্ধে বিস্তৃত তদন্ত সম্পন্ন হয়েছে। বুধবার সন্ধ্যায় তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর বৃহস্পতিবার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।
আরও পড়ুন: ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে রিট





