হাইকোর্টের রায়

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবসরের তিন বছর আগে নির্বাচনে অংশ নিতে পারবেন না

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ন, ২৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:৩৭ অপরাহ্ন, ২৭ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হাইকোর্ট সিদ্ধান্ত দিয়েছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবসরের তিন বছর আগে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।

বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এই রায় দেন। আদালত এদিন চারটি পৃথক রিট আবেদন খারিজ করে দিয়েছেন। রিটগুলিতে দাবি করা হয়েছিল যে সরকারি কর্মচারীদের ভোটে অংশগ্রহণের অধিকার সংবিধানের মৌলিক অধিকার এবং তাদের অবসর বা পদত্যাগের আগে নির্বাচনে অংশগ্রহণে বিধিনিষেধ সংবিধানের ২৭ অনুচ্ছেদ লঙ্ঘন করে।

আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ ঘোষণা: হাইকোর্ট

এর আগে, ৪ ডিসেম্বর হাইকোর্ট এই বিধান সংক্রান্ত রিটগুলোর শুনানি শেষ করেছিলেন। আদালত জানিয়ে দেন যে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবসরের তিন বছর আগে নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য থাকলেও এটি আইনগতভাবে বৈধ।

বিচারপতি বেঞ্চ রুল ও রিট পিটিশনের শুনানি শেষ করার পর উল্লেখ করেছিলেন, ‘যেকোনো সময় রায় দেওয়া হতে পারে।’

আরও পড়ুন: ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে রিট