সভাপতি: নোবেল, সাধারণ সম্পাদক: হাবিব সোহেল

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন-এর কক্সবাজার জেলা কমিটি গঠিত

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:৩২ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কক্সবাজার জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল আলীম নোবেল (জেলা প্রতিনিধি, জাতীয় দৈনিক আমাদের বাংলা ও দৈনিক আমাদের চট্টগ্রাম ও সম্পাদক, পরিকল্পিত বার্তা)। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব হাবিবুর রহমান সোহেল (স্টাফ রিপোর্টার, এশিয়ান টিভি; কক্সবাজার জেলা প্রতিনিধি, বাংলাবাজার পত্রিকা)।

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে কক্সবাজারের তারকামানের হোটেল রামাদায় রাত ১০টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার জেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় কণ্ঠ ভোটের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দিতায় আব্দুল আলীম নোবেলকে সভাপতি এবং আলহাজ্ব হাবিবুর রহমান সোহেলকে সাধারণ সম্পাদক করে মোট ৩১ সদস্য বিশিষ্ট আগামী দুই বছরের মেয়াদি কমিটি গঠিত হয়েছে।

আরও পড়ুন: ডিআরইউ নির্বাচনে সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান নির্বাচিত

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নীলু, সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন এবং কক্সবাজার জেলা কমিটির সদস্য ও সাংবাদিক নেতৃবৃন্দ।

উপস্থিত বক্তৃতায় কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান, অধিকার আদায়ের দৃঢ় প্রত্যয় এবং সামাজিক দায়বদ্ধতা ও পেশাদারিত্বের উপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন: জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

এই সময় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় সকলের সহযোগিতা কামনা করেন।