জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার
জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এক এজাহারভুক্ত আসামিকে ৪ ডিসেম্বর রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
জানা যায়, গত ২ সেপ্টেম্বর রাতে জামালপুর জেলার ইসলামপুর থানার বোলাকীপাড়া এলাকার জনৈক মনিরুলকে বাড়ি থেকে কতিপয় লোক ডেকে নিয়ে যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন মনিরুল। ৪ সেপ্টেম্বর দুপুরে দশানী নদী থেকে উদ্ধার করা হয় মনিরুলের মরদেহ। এ ব্যাপারে ০৯ সেপ্টেম্বর মনিরুলের মা বাদী হয়ে ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি
ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত এবং গোয়েন্দা তৎপরতা শুরু করে র্যাব। এই প্রক্রিয়ার ধারাবাহিকতায় ০৪ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের মুক্ত মঞ্চ এলাকায় র্যাব–০৯, সিপিসি–১ (ব্রাহ্মণবাড়িয়া) এবং র্যাব–১৪, সিপিসি–১ (জামালপুর)–এর একটি যৌথ টিম অভিযান চালিয়ে মো. নূর হোসেন (বয়স ৩৯, পিতা: মৃত মুইজ আলী, গ্রাম: আগুনের চর, থানা: ইসলামপুর, জেলা: জামালপুর) নামে এক এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করে।
র্যাব–৯–এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, দেশের আইন–শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব–৯–এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গোপালগঞ্জে দোয়া মাহফিল





