নির্বাচনে অংশ নেওয়ার সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে বিএনপি: রিজভী

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ন, ০৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:৪০ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে বড় ধরনের কোনো সংকট না হলে সরকার নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অংশ নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে বিএনপি।

আজ শুক্রবার দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের সরদার পাড়া জামে মসজিদে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: শারীরিক সক্ষমতায় বিলম্ব খালেদা জিয়ার লন্ডনযাত্রা

রিজভী বলেন, “দেশের গণমানুষের নেতা তারেক রহমানের মাতার স্বাস্থ্য বর্তমানে গুরুতর। সবকিছু বিবেচনা করে তিনি যথাসময়ে দেশে ফিরবেন।”

দোয়া মাহফিলের পর ওই মাদ্রাসায় সদকায় জারিয়া হিসেবে তিনটি ছাগল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাসিবুর রহমান হাসিব, শফিকুল ইসলাম বেবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেলসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতারা।

আরও পড়ুন: এনসিপি নেতা হান্নান মাসউদের বিয়ে, কনে ছাত্রনেত্রী শ্যামলী সুলতানা জেদনী