প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে বায়রার নবনির্বাচিত কমিটির সাক্ষাৎ

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ৭:১২ পূর্বাহ্ন, ০৫ নভেম্বর ২০২২

ইউনিক গ্রুপের এমডি মোহা. নূর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) নবনির্বাচিত কমিটির সদস্যরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সোমবার সকালে প্রবাসী কল্যাণ ভবনে তারা সাক্ষাৎ করেন।

এ সময় বায়রার নবনির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ আবুল বাশার ও মহাসচিব শামিম আহমেদ চৌধুরী নোমান, আলী হায়দার চৌধুরীসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নেবো: ধর্ম উপদেষ্টা

জানা গেছে, শ্রমবাজার নিয়ে বায়রার নেতারা মন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়ে মন্ত্রীকে অবহিত করে মন্ত্রণালয়ের সহযোগিতা চান। এ সময় মন্ত্রী ইমরান আহমদ বায়রার নর্বনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

দীর্ঘ ৬ বছর পর গত ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত বায়রার নির্বাচনে মোহা. নূর আলীর নেতৃত্বাধীন সম্মিলিত ঐক্য পরিষদ প্যানেলের ২৩ জন বিপুল ভোটে জয়লাভ করেন।

আরও পড়ুন: বছর পেরিয়ে গেলেও প্রকাশ করা হয়নি উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব

বায়রা নির্বাচনে জয়ী হয়েছেন যারা: মো. আবুল বাশার ৫০৬ পেয়ে প্রথম হয়েছেন। মো. ফখরুল ইসলাম ৪৮৩ ভোট, মো. আকবর হোসেন মঞ্জুর ৪৬৪ ভোট, নোমান চৌধুরী ৪৬৭ ভোট, মিজানুর রহমান ৪৬৭ ভোট, আলী হায়দার চৌধুরী ৪৬৬ ভোট, রিয়াজ-উল-ইসলাম ৪৬৪ ভোট, শামীম আহমেদ চৌধুরী নোমান ৪৬৩ ভোট, মো. আবুল বারাকাত ভূইয়া-৪৬০, মো. আবু জাফর ৪৫৭ ভোট, মো. কামাল উদ্দিন দিলু ৪৫৫ ভোট, শাহাদাত হোসাইন ৪৫৪ ভোট, মো. টিপু সুলতান ৪৫৪ ভোট, মো. ফরিদ আহমেদ ৪৫২ ভোট, মো. আশরাফ উদ্দিন ৪৪৬ ভোট, মোস্তফা আহমেদ ৪৪৩ ভোট, মো. বেলাল হোসেন মজুমদার ৪৪১ ভোট, ইঞ্জিনিয়ার মো. মূসা কালিম ৪৩৬ ভোট, কাজী মো. মোফিজুর রহমান ৪৩৩ ভোট, হক জহিরুল (জই) ৪৩৩ ভোট, মো. রুহুল আমিন স্বপন ৪২৮ ভোট, আলহাজ্ব মো. আবুল বাশার ৪২৮ ভোট, আরিফুর রহমান ৪২৪ ভোট, রেহেনা পারভিন ৪২১, মো. অলি উল্লাহ ৪২১ ভোট, এম এ সোবাহান ভূইয়া হাসান ৪১৭ ভোট ও রফিকুল ইসলাম পাটোয়ারী ৪১৭ ভোটে জয়ী হয়েছেন।