মেঘনা আলমের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে জনসম্মুখে বিতর্কের আহ্বান

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ন, ২৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:০১ অপরাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা ঘোষণা করেছেন সাবেক মিস আর্থ বাংলাদেশ ও রাজনৈতিক প্রশিক্ষক মেঘনা আলম। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সরবভাবে প্রতিদ্বন্দ্বীদের নিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন।

মেঘনা আলম বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস ও এনসিপি নেতা নাসীরুদ্দিন পাটোওয়ারীকে প্রকাশ্য বিতর্কে বসার আহ্বান জানিয়েছেন। তিনি ফেসবুকে লিখেছেন, “শ্রদ্ধেয় মির্জা আব্বাস ও স্নেহের নাসীরউদ্দ্দীনকে আহ্বান জানাচ্ছি— আসুন, উন্নত বিশ্বের মতো জনসম্মুখে একসঙ্গে গঠনমূলক ডিবেট করি। মানুষকে কাজ ও কথার ভিত্তিতে তুলনা করার সুযোগ করে দেই— আসলে কে কতটা পারদর্শী।”

আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান

এ বিষয়ে এখনও মির্জা আব্বাস ও নাসীরউদ্দ্দীনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মেঘনা আলম আরও উল্লেখ করেছেন, “আমার প্রচারণার সুযোগ সীমিত। কিন্তু যদি মানুষ আমাকে সত্যিকার অর্থে চিনত, যোগ্যতা ও দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করত, তাহলে নিশ্চিত বিজয়ী হতাম। আমি এমপি হলে মানুষ আগ্রহ নিয়ে সংসদ অধিবেশন দেখত, কারণ সেখানে বিষয়, যুক্তি ও দায়বদ্ধতা থাকত।”

আরও পড়ুন: ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!

এর আগে, ১৫ জানুয়ারি রাতে তিনি ফেসবুকে লিখেছেন, “মির্জা আব্বাস আমার সিনিয়র। সম্মান জানিয়ে বলবো—নতুনদের জায়গা ছেড়ে দিয়ে বিশ্রাম নিন। নাসিরুদ্দিন পাটওয়ারী আমার জুনিয়র—আদরের সঙ্গে বলবো, আরও শেখো। ঢাকা-৮ এ সময় এখন মেঘনা আলমের।”

মেঘনা আলম গত ২৮ ডিসেম্বর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেছেন এবং ঢাকা-৮ আসনের জন্য মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন।