২১ জেলায় শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামল ৬ দশমিক ২ ডিগ্রিতে

দেশের বিভিন্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে। এসব এলাকায় ভোরে কুয়াশা ও রাতে তীব্র শীত পড়ছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার (১৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আরও পড়ুন: চিকিৎসার জন্য লন্ডন গেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, আজ দিনাজপুরে ৬.৫, ডিমলায় ৭.০, রাজারহাট ও শ্রীমঙ্গলে ৭.৩, সৈয়দপুর, রাজশাহী, ঈশ্বরদীতে ৮.২, রংপুরে ৮.৩, তাড়াশ, ময়মনসিংহে ৮.৫, নেত্রকোনা ও বগুড়ায় ৮.৮, ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌলভীবাজার জেলা এবং রংপুর বিভাগের ৮টি, রাজশাহী বিভাগের ৮টি ও ময়মনসিংহ বিভাগের ৪টি জেলাসহ মোট ২১টি জেলার নওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আরও পড়ুন: আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে কঠোর নিরাপত্তা, কার্যক্রম নিষিদ্ধ
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী তিন দিনে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বাড়তি অংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।