বনানীতে নির্মাণাধীন ভবনে আগুন

প্রতীকী ছবি
রাজধানীর বনানীর একটি নির্মাণাধীন ভবনে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টা ৪২ মিনিটের দিকে ভবনটিতে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, বনানীর ৪ নম্বর রোডের এফ ব্লকের ১৯ নম্বর বাড়ি সংলগ্ন নির্মাণাধীন ভবনে আগুন লাগার খবর পেয়েছি। আমাদের তিনটি ইউনিট সেখানে গেছে।
আরও পড়ুন: জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ, উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো সংবাদও পাওয়া যায়নি।