হেফাজত নেতাদের বিরুদ্ধে হাসিনার সকল মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেয়া হচ্ছে: আইন উপদেষ্টা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২৫ | আপডেট: ৯:১৭ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আইন, বিচার ও সংসদ উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, হেফাজত ইসলামীর নেতাদের বিরুদ্ধে করা রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘কিছুদিন আগে হেফাজতে ইসলামের নেতারা এসে মামলার তালিকা দিয়ে গেছেন। উনাদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বুধবার (২৩ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাস তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন: ১৫ আগস্ট ঘিরে আ. লীগ-ছাত্রলীগকে সড়কে নামতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

ড. আসিফ নজরুল লিখেছেন, ইসলামবিদ্বেষী হাসিনা সরকারের আমলে আলেম-ওলামাদের বিরুদ্ধে বহু রকম নির্যাতন ও হয়রানি করা হয়েছিল। এর একটা পদ্ধতি ছিল মিথ্যে মামলা প্রদান।

তিনি আরও বলেন, উনারা ফারাবীর (ব্লগার অভিজিৎ হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি শফিউর রহমান ফারাবী) বিষয়ে সাহায্য করার অনুরোধ করেছেন। এটি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। আমরা অ্যাটর্নি জেনারেল অফিসকে বলেছি ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য।

আরও পড়ুন: সরকারি প্রশিক্ষণে বাড়লো ভাতা ও সম্মানী

‘দোয়া করবেন, সব মজলুম মানুষের জন্য যেন কাজ করতে পারি।’ শেষে যোগ করেন ড. আসিফ নজরুল।