বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত আন্দোলন চলবে: ১১-২০ গ্রেড ফোরাম

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ন, ২০ জুলাই ২০২৫ | আপডেট: ৭:৪৭ পূর্বাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকারি চাকরিতে বৈষম্য দূরীকরণ এবং নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দেশের বৃহত্তম সরকারি কর্মচারী সংগঠন "১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম"।

শনিবার বিকেল ৫টায় রাজধানীর ধানমন্ডিস্থ বিআইএম কর্মচারী সমিতি কার্যালয়ে সংগঠনটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, ২০১৯ সালের ১৯ জুলাই সংগঠনটি গঠিত হয় সরকারি চাকরিতে বৈষম্য দূরীকরণ ও সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে। সেই থেকে দীর্ঘ ছয় বছরে নানা বাধা-বিপত্তি পেরিয়ে সংগঠনটি আন্দোলন চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই: আইএসপিআর

বক্তারা জানান, ফ্যাসিবাদী সরকারের নানা হয়রানির পরেও সংগঠনটি এককভাবে এবং অন্যান্য সংগঠনের সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। বক্তারা বলেন, "বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলতেই থাকবে।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লুৎফর রহমান। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক।

আরও পড়ুন: দুর্নীতির তদন্তে সাবেক গভর্নর ও ডেপুটি গভর্নরদের ব্যাংক হিসাব তলব

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর সদস্য সচিব মহবুবুল হক তালুকদার, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তৌহিদ হোসেন, কেন্দ্রীয় অর্থ সম্পাদক তারিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ঢাকা মহানগর যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, ঢাকা বিভাগের সহ-সভাপতি রবিউল ইসলাম, কিফায়াত হোসেন সোহাগ, আব্দুল হালিম, শাহজাহান মিয়া, দিলীপ চন্দ্রসহ আরও অনেকে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, যতদিন না পর্যন্ত সরকারি চাকরিজীবীদের প্রতি সকল প্রকার বৈষম্য দূর হয় এবং ন্যায্য দাবি বাস্তবায়ন হয়, ততদিন আন্দোলন চলবে।