মোহাম্মদপুর থানা ও রায়েরবাজার গণকবর পরিদর্শন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবিঃ সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার (২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানা ও রায়েরবাজার গণকবর পরিদর্শন করবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসানস্বাক্ষরিত শুক্রবারের (১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ১৫ আগস্ট ঘিরে আ. লীগ-ছাত্রলীগকে সড়কে নামতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বেলা ১১টায় প্রথমে মোহাম্মদপুর থানা পরিদর্শন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এরপর সকাল ১৳১টা ১৫ মিনিটে তিনি রায়েরবাজার গণকবর পরিদর্শন করবেন, যেখানে জুলাই মাসে নিহতদের সমাহিত করা হয়েছে।
আরও পড়ুন: সরকারি প্রশিক্ষণে বাড়লো ভাতা ও সম্মানী
এই কর্মসূচির মাধ্যমে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করবেন।