ব্যাংককগামী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ফের ঢাকায় অবতরণ

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যাংককগামী একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় সেটি উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর ঢাকায় ফিরে এসেছে।
বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টা ৬ মিনিটে ঢাকা থেকে থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিজি-৩৮৮ ফ্লাইটে ১৪৬ জন যাত্রী ছিলেন। যান্ত্রিক ত্রুটির কারণে উড়োজাহাজটি মিয়ানমারের আকাশসীমা থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয়।
আরও পড়ুন: সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়ে জাতীয় বেতন কমিশনের প্রথম সভা আজ
ফ্লাইটটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের একটি উড়োজাহাজ দ্বারা পরিচালিত হচ্ছিল। উড্ডয়নের কিছুক্ষণ পর পাইলট ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন শনাক্ত করেন। নিরাপত্তাজনিত কারণে পাইলট ফ্লাইটটি ফেরত আনার সিদ্ধান্ত নেন এবং বেলা ১টা ২১ মিনিটে এটি ঢাকায় অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক আল মাসুদ খান সাংবাদিকদের জানান, কী কারণে সমস্যা হয়েছে, তা প্রকৌশল বিভাগ তদন্ত করে জানাবে। ফিরিয়ে আনা যাত্রীদের সেদিন সন্ধ্যা ৬টা ২ মিনিটে আরেকটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজে ব্যাংকক পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই: আইএসপিআর
এর আগে, গত ২৮ জুলাই বেলা ৩টা ৩৩ মিনিটে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মামের উদ্দেশে ছেড়ে যাওয়া বিজি-৩৪৯ ফ্লাইটটিও একই ধরনের যান্ত্রিক ত্রুটির কারণে এক ঘণ্টা আকাশে ওড়ার পর ঢাকায় ফিরে এসেছিল।