বিমানবন্দরে আটকে দেওয়া হলো লতিফ সিদ্দিকীর ছোট ভাইকে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৪:৫১ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

 থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন এসএম সিদ্দিকী। এ সময় তার সঙ্গে স্ত্রীও ছিলেন।

এসএম সিদ্দিকী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কাদের সিদ্দিকীর ছোট ভাই এবং সর্বশেষ কালহাতির উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির

ঢাকা পোস্টকে বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, তিনি শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার ফ্লাইটে ব্যাংকক যাওয়ার জন্য বিমানবন্দরে এসেছিলেন। ইমিগ্রেশনে পৌঁছানোর পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকায় ফেরত পাঠানো হয়।


আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল