প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। প্রতিনিধি দলে আরও উপস্থিত রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।
আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির
অন্যদিকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত আছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ইসি সূত্রে জানা গেছে, বৈঠকে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ প্যানেল, নির্বাচনি প্রস্তুতি, এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।
আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল
এর আগে, গত ২১ অক্টোবর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ধারাবাহিক রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে।
সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমেদ। এই বৈঠকগুলোকে আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপির রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে দেখা হচ্ছে।





