শেখ হাসিনার বাসভবন’ হচ্ছে জুলাই জাদুঘর, অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ লক্ষ্যে প্রণীত অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির
এরপর বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
তিনি বলেন, “আগে যে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী ছিলেন, গণহত্যার দায়ে যার বিচার চলছে, তার ব্যবহৃত সরকারি বাসভবন গণভবনকে এখন জুলাই জাদুঘর হিসেবে ঘোষণা করা হয়েছে।”
আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল
আসিফ নজরুল আরও বলেন, “এটি হবে সম্পূর্ণ স্বতন্ত্র একটি জাদুঘর, যা জাতীয় জাদুঘরের কোনো শাখা বা উপশাখা নয়। এই জাদুঘরের ঐতিহাসিক গুরুত্ব ও জাতীয় আবেদন বিবেচনায় একে পৃথক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, অধ্যাদেশের আওতায় দেশের বিভিন্ন স্থানে থাকা ‘আয়নাঘর’গুলোও জুলাই জাদুঘরের শাখা জাদুঘর হিসেবে সম্প্রসারণ করা যাবে।





