সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ৭:২৪ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না। এ সংক্রান্ত যে তথ্য বা গুজব ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। এরকম কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি।”

তিনি আরও বলেন, সরকার আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করছে এবং দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল

আওয়ামী লীগের ঘোষিত লকডাউন বা শাটডাউন কর্মসূচি নিয়ে সরকার শঙ্কিত কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “তাদের কর্মসূচি নিয়ে সরকার কোনো ধরনের শঙ্কায় নেই। প্রশাসন আইন অনুযায়ী নিজের দায়িত্ব পালন করছে।”

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং মাঠ পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থার জোরদার করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।