ঢাকা সহ বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতির বিবরণ
রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের পর ভবন হেলে পড়া, পলেস্তারা খসে পড়া এবং আগুন লাগাসহ একাধিক ঘটনার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশন থেকে মোটাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত অধিকাংশ ঘটনায় বড় ধরনের ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।
আরমানিটোলা কসাইটুলিতে একটি আটতলা ভবন ধসে পড়ার খবর পেয়ে সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট সেখানে যায়। পরিদর্শনে দেখা যায় ভবনের কোনো গঠনগত ক্ষতি হয়নি; শুধু পলেস্তারা ও কিছু ইট খসে পড়ে। কোনো হতাহতের ঘটনাও পাওয়া যায়নি।
আরও পড়ুন: নির্বাচনের আগে সিএমপির ১৬ থানার ওসি রদবদল
খিলগাঁওয়ে নির্মাণাধীন একটি ভবন থেকে পার্শ্ববর্তী দোতলা বাড়িতে একটি ইট পড়ে একজন আহত হন। স্থানীয়দের সহায়তায় তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসকে এ ঘটনায় তেমন কোনো পদক্ষেপ নিতে হয়নি।
বারিধারা ব্লক-এফ, রোড-৫–এ একটি বাসাবাড়িতে আগুন লাগার সংবাদ পেয়ে বারিধারা স্টেশনের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনটি ভূমিকম্পের কারণে লেগেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসকসহযোগী অধ্যাপক পদে পদোন্নতি
সূত্রাপুর স্বামীবাগে একটি আটতলা ভবন অন্য একটি ভবনে হেলে পড়ার খবর মিললে সূত্রাপুর স্টেশনের ইউনিট সেখানে যায় এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়েও একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার সংবাদ পাওয়া গেলে স্যাটেলাইট ফায়ার স্টেশনের ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে। পরে জানা যায় ভবনটিতে কোনো ধরনের ক্ষতি হয়নি।
কলাবাগানের আবেদখালী রোডে একটি সাততলা ভবন হেলে পড়ার খবর পাওয়া গেলে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট সেখানে যায়। পরিদর্শনে দেখা যায় ভবনটি স্বাভাবিক অবস্থায় আছে; আতঙ্কিত বাসিন্দারা ফোন করেছিল বলে জানায় ফায়ার সার্ভিস। কোনো হতাহতের খবর নেই।
মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি বাসাবাড়িতে আগুন লাগলে গজারিয়া ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে গমন করে অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনা করছে।
ভূমিকম্পের পর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট স্টেশনগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।





