বেগম খালেদা জিয়া জাতীয় নেত্রী, মাইনাস ফোর অপপ্রচার: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ন, ০৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:১৯ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “বেগম খালেদা জিয়া আমাদের ন্যাশনাল লিডার, জনগণের লিডার। তিনি এখন নির্দিষ্ট কোনো পার্টির নেতা নন। মাইনাস ফোর একটি দুষ্টচক্রের ফালতু কথা ছাড়া কিছুই নয়।”

তিনি আরও বলেন, “আমরা কাউকে মাইনাস করিনি। যারা হত্যাযজ্ঞ করেছে তারাই মাইনাস হয়েছে। মাইনাস ফোর বলে যারা প্রচারণা চালাচ্ছে, তারা মূলত স্বৈরাচারের দোসর।”

আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আগামী জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “যারা ব্যান্ড হয়েছে তারা ছাড়া সব দলই নির্বাচনে অংশ নেবে। জাতীয় পার্টিকে ব্যান্ড করা হয়নি—তারা চাইলে নির্বাচনে অংশ নিতে পারে। তবে তারা স্বৈরাচারের বড় দোসর ছিল বলেই আওয়ামী লীগ অতীতে নানা অপকর্ম করে পার পেয়েছে।”

আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের দেশে ফেরত আনার বিষয়ে শফিকুল আলম বলেন, “যারা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত, তাদের বিচার চাই। দুজনের মৃত্যুদণ্ড হয়েছে—শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল। আমরা চাই তাদের দণ্ড কার্যকর হোক। আইন অনুযায়ী তারা আপিল করতে পারবেন। দেশীয় ও আন্তর্জাতিক নিয়ম মেনে রায় কার্যকর হওয়া উচিত।”

তিনি আরও বলেন, “যাদের হাতে রক্ত লেগে আছে, শহিদের রক্তে যারা দায়ী—তাদের সবাইকে দেশে ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব। আমাদের হাতে এখনো প্রায় ৭০ দিন আছে। নির্বাচনের আগেই এটি বাস্তবায়নের চেষ্টা করব। ব্যর্থ হলে পরবর্তী প্রজন্ম করবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. মো. শামীম কবির এবং মাগুরা পৌর প্রশাসক ইমতিয়াজ হোসেন।

অনুষ্ঠানটি আয়োজন করে ক্রীড়া পরিদপ্তর ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; বাস্তবায়নে ছিল মাগুরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস।