৩০০ বিচারক চেয়েছেন সিইসি
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ-এর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে সিইসি ৩০০ বিচারককে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগের জন্য প্রধান বিচারপতির সহযোগিতা চেয়েছেন। প্রধান বিচারপতি পূর্ণাঙ্গ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
নির্বাচনী তফশিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন নির্বাচন কমিশনাররা। এদিন সিইসি একাই তার সচিবকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আইজিপি ও ডিএমপি কমিশনার পরিবর্তনে নানা গুঞ্জন
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ জানিয়েছেন, আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর সন্ধ্যায় অথবা পরদিন বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হতে পারে। তফশিলে ভোটগ্রহণ আগামী বছর ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইসি ইতিমধ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করার ব্যবস্থা করেছে। রেকর্ড শেষে প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে তফশিল সংক্রান্ত ভাষণ দিতে পারেন। নির্বাচন কমিশন সূত্র জানায়, এ কমিশন প্রথমবারের মতো জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ ভোট পরিচালনার অভিজ্ঞতা নিতে যাচ্ছে এবং এটি তাদের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হবে।
আরও পড়ুন: পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা
রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক প্রায় দুই ঘণ্টাব্যাপী হবে। বৈঠক শেষে বিকালে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে। কোনো কারণে বুধবার তফশিল ঘোষণা না হলে বৃহস্পতিবার তা ঘোষণা করা হবে।





