বিজয় দিবসে শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা, স্মৃতিসৌধে মানুষের ঢল
মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে নেমেছে মানুষের ঢল। বিজয় দিবসের প্রথম প্রহর থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো মানুষ ছুটে আসছেন শহীদদের স্মরণে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে দেখা যায় ব্যাপক জনসমাগম। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দল, স্কুল-কলেজের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা ফুল, ব্যানার ও ফেস্টুন হাতে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন। পুষ্পস্তবকে ভরে উঠেছে শহীদদের বেদী।
আরও পড়ুন: মুক্তিযোদ্ধা তালিকায় বড় পুনর্বিন্যাস, নতুন যুক্ত হচ্ছেন ৮৪ জন
সরেজমিনে দেখা যায়, শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণদের উপস্থিতিতে মুখরিত স্মৃতিসৌধ এলাকা। অনেকেই পরিবার-পরিজন নিয়ে এসেছেন নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর জন্য।
মানিকগঞ্জ থেকে পরিবারের সঙ্গে আসা কলেজছাত্রী শারমিন আক্তার বলেন, মুক্তিযুদ্ধ আমি দেখিনি, বইয়ে পড়েছি। আজ প্রথমবার জাতীয় স্মৃতিসৌধে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে।
আরও পড়ুন: বিজয় দিবসে সশস্ত্র বাহিনীর আয়োজনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
শ্যামলী থেকে আসা আরিফুল ইসলাম বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, তাদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের নৈতিক দায়িত্ব। তাই প্রতিবছর বিজয় দিবসে আমি জাতীয় স্মৃতিসৌধে আসি।
স্কুল শিক্ষক সাইফুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের ভিত্তি। আজকের এই দিনটি গৌরবের। দেশের জন্য জীবন দেওয়া সূর্য সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতেই আমরা এখানে উপস্থিত হয়েছি।
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের এই উপস্থিতি প্রমাণ করে—স্বাধীনতার চেতনা আজও বাঙালির হৃদয়ে অমলিন।





