হাদির হত্যাকারী ফয়সাল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই: অতিরিক্ত আইজিপি

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৮:৪৪ অপরাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।

রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। অতিরিক্ত আইজিপি বলেন, “ফয়সালের শেষ অবস্থান সম্পর্কে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। এটি খুঁজে পেতে আমাদের বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। তবে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি যে সে দেশের বাইরে চলে গেছে। অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়।”

আরও পড়ুন: হাদী হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ও সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন

হাদির হত্যাকাণ্ডকে রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হচ্ছে। কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা আছে কি না– এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত আইজিপি জানান, “এখন পর্যন্ত আমরা কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা সুনির্দিষ্টভাবে পাইনি। তবে আমরা সঠিক তথ্য পেতে চেষ্টা করছি।”

ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, “প্রাথমিক ধারণা হচ্ছে, হত্যাকাণ্ডটি রাজনৈতিক উদ্দেশ্যে সংঘটিত হতে পারে। এখানে ব্যক্তিগত কোনো উদ্দেশ্য থাকার সম্ভাবনা কম। ঘটনার শুরু থেকে আমরা মাঠে ছিলাম। সব এজেন্সি সমন্বিতভাবে কাজ করেছি। ঘটনাটিকে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে সম্ভাব্য সব দিক যাচাই করছি।”

আরও পড়ুন: হাইকমিশনে হামলা নিয়ে দিল্লির বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার