তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন

বিমান বাংলাদেশ যাত্রীদের সময়মতো আগমনের অনুরোধ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:০৭ অপরাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হওয়ার কথা রয়েছে। এদিন পূর্বাচল ৩০০ ফিট সড়কে ব্যাপক জনসমাগম এবং যানজটের সম্ভাবনা রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিমানবন্দর এলাকা, বিমানবন্দর থেকে গুলশানগামী সড়ক এবং পূর্বাচল এক্সপ্রেসওয়েতে ওইদিন তীব্র যানজটের সম্ভাবনা রয়েছে। তাই যাত্রীদের ফ্লাইট টাইমের অনেক আগেই বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেবেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

বিজ্ঞপ্তিতে বলা হয়, “সবার সহযোগিতায় যাত্রা যেন সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্ন হয়, সে লক্ষ্যে আগাম প্রস্তুতি নেওয়া জরুরি।” বিএনপি সূত্রে জানা গেছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তনের সময় বিস্তারিত প্রস্তুতি ও নেতাকর্মীদের উপস্থিতি রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে চাপ সৃষ্টি করতে পারে।