মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ তারেক রহমানের
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও শিক্ষকদের অভিভাবকরা।
এ সময় তারা বিমান দুর্ঘটনার সুষ্ঠু বিচার, নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ, আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা, নিহতদের শহিদি মর্যাদা প্রদান এবং আহতদের পুনর্বাসনের দাবিসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
আরও পড়ুন: সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেবেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
আলোচনায় তারেক রহমান জানান, আপাতত একজন প্রতিনিধির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিষয়গুলো পর্যবেক্ষণ করা হবে এবং নির্বাচন পরবর্তী সময়ে এসব দাবি ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে দেখা হবে। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করে ধৈর্য ধরার আহ্বান জানান।
এ সময় বিএনপি চেয়ারম্যান বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই মর্মান্তিক দুর্ঘটনা জাতির জন্য একটি গভীর বেদনার ঘটনা। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ন্যায্য দাবি আদায়ে বিএনপি তাদের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
আরও পড়ুন: ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!





