বাঘ সংরক্ষণে সচেতনতায়
হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে' প্যানটোনিক্স টাইগার রান ঢাকা ২০২৫'

বিশ্বব্যাপী বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণ ও বাঘের অস্তিত্ব রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পালিত হচ্ছে আন্তর্জাতিক বাঘ দিবস। দিবসটিকে উপলক্ষ করে আগামী ২৬ জুলাই (শনিবার) ঢাকার হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ মিনি ম্যারাথন প্রতিযোগিতা ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা ২০২৫’।
বাঘ আমাদের জাতীয় পশু ও পরিবেশগত ভারসাম্যের প্রতীক হলেও আজ তা মহাবিপন্ন প্রাণীর তালিকায়। বাংলাদেশে শুধুমাত্র সুন্দরবনেই রয়েছে বেঙ্গল টাইগারের আবাসস্থল, যা দিন দিন হারিয়ে যাচ্ছে অবৈধ শিকার, বন উজাড় এবং মানুষ-বাঘ সংঘর্ষে। এই প্রেক্ষাপটে, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতেই আয়োজন করা হয়েছে এই ব্যতিক্রমধর্মী দৌড় প্রতিযোগিতা।ইভেন্টটি আয়োজন করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। সহযোগিতায় আছে সেফ ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাব।
আরও পড়ুন: মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্ত: দগ্ধ শিক্ষার্থী জারিফের মৃত্যু, নিহত বেড়ে ৩৪
টাইটেল স্পন্সর: ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, Powered by: প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, ইমপ্রেস ওয়্য্যার লিমিটেড, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ অ্যাথলেটিক ফাউন্ডেশন, পোলার, আকিজ মোটরস, লিমিটলেস সল্যুশন, আড়াল সি ক্রুজ, সুন্দরী ইকো রিসোর্ট, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল, মিডিয়া পার্টনার: চ্যানেল আই ও রেডিও ভূমি
অনুষ্ঠানের সময়সূচি:
আরও পড়ুন: মৃত্যুর মিছিলে বোনের পর নাম লেখাল ভাইও
- ভোর ৫:০০ টা: প্রাক-প্রস্তুতি
- ভোর ৫:৩০ টা: দৌড় শুরু (হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটার)
- সকাল ৮:০০ টা: অতিথিবৃন্দের বক্তব্য ও পুরস্কার বিতরণ
- সকাল ৯:০০ টা: র্যাফেল ড্র ও সমাপনী
প্রতিযোগীদের জন্য থাকবে আন্তর্জাতিক মানের মেডেল, টি-শার্ট, ক্যাপ, ব্যাকপ্যাক এবং সার্টিফিকেট।
পুরুষ ও নারী বিভাগ:
- চ্যাম্পিয়ন: ২৫,০০০ টাকা
- প্রথম রানার্স আপ: ১৫,০০০ টাকা
- দ্বিতীয় রানার্স আপ: ১০,০০০ টাকা
- শিশু বিভাগ (৬–১০ ও ১১–১৪ বছর):
- চ্যাম্পিয়ন: ১০,০০০ টাকা
- প্রথম রানার্স আপ: ৭,০০০ টাকা
- দ্বিতীয় রানার্স আপ: ৫,০০০ টাকা
র্যাফেল ড্রতে থাকছে আকর্ষণীয় পুরস্কার!
দৌড় শেষে প্রতিযোগীদের বিব নম্বর থেকে র্যাফেল ড্র-এর মাধ্যমে বিজয়ী নির্বাচন করে প্রদান করা হবে একাধিক পুরস্কার।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সৌজন্যে:
ঢাকা-গুয়াংজু-ঢাকা, ঢাকা-কাঠমান্ডু-ঢাকা এবং ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটের ৩টি রিটার্ন টিকিট।
আড়াল সি ক্রুজ এর সৌজন্যে: সুন্দরবন ভ্রমণের ২টি কাপল প্যাকেজ।
সুন্দরী ইকো রিসোর্ট এর সৌজন্যে: সুন্দরবনে রাত্রিযাপনসহ ২টি কাপল প্যাকেজ।
শর্ত: র্যাফেল ড্রতে অংশগ্রহণ ও পুরস্কার পেতে হলে ড্র-এর সময় ভেন্যুতে উপস্থিত থাকা বাধ্যতামূলক।