এভারকেয়ার হাসপাতালে ডা. জোবায়দা রহমানকে স্বাগত জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সেলিমা রহমান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ন, ০৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:৫৪ পূর্বাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ নিতে লন্ডন থেকে ঢাকায় এসে সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরের ঠিক আগে ১১টা ৫৩ মিনিটে তিনি রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন। এর কিছুক্ষণ আগে, সকাল সাড়ে ১০টার দিকে লন্ডন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। দেশে নেমেই কোনো বক্তব্য না দিয়ে সোজা হাসপাতালের পথে রওনা হন।

আরও পড়ুন: নারীদের এনজিও ঋণের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল

বিমানবন্দর সূত্র জানায়, দেশে ফিরে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই দ্রুত হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত ছিল জুবাইদার। সেখানে পৌঁছে তিনি খালেদা জিয়ার চিকিৎসক টিমের কাছ থেকে সর্বশেষ অবস্থা জানতে পারেন বলে জানা গেছে।

এদিকে, বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নেওয়ার পরিকল্পনায় আরও একদিন দেরি হচ্ছে। কারণ কাতারের আমির প্রেরিত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার ঢাকায় আসতে পারেনি।

আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিমানটির কারিগরি জটিলতার কারণে ফ্লাইটটি বিলম্বিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সবকিছু স্বাভাবিক থাকলে শনিবার (৬ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে পারে।

ফখরুল আরও বলেন, মেডিকেল বোর্ড যদি খালেদা জিয়ার শারীরিক অবস্থা যাত্রার উপযোগী বলে মত দেয়, তাহলে রোববার (৭ ডিসেম্বর) তাকে লন্ডনে নেওয়া হতে পারে।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ধীরে ধীরে তার অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়। তার চিকিৎসায় বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড কাজ করছে।