জাতীয় চিড়িয়াখানায় খাঁচা ছেড়ে বেরিয়ে এলো সিংহ, আতঙ্ক নেই
রাজধানীর জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহ হঠাৎ বাইরে বের হয়ে গেছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ সিংহটিকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ আঘাতপ্রাপ্ত হয়নি।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার।
আরও পড়ুন: চিড়িয়াখানা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরেছে
তিনি জানান, “আমাদের মাঠ এরিয়ার একটি খাঁচা থেকে একটি সিংহ পৌনে ৫টার দিকে বাইরে বের হয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। সিংহটি এখন পর্যন্ত খাঁচার পাশে শুয়ে আছে। আমাদের একাধিক গানম্যান পজিশনে অবস্থান নিয়েছেন। সিংহটি একটু সরলেই আমরা শুট করে নিয়ন্ত্রণ করতে পারব।”
জাতীয় চিড়িয়াখানার পরিচালক আরও বলেন, “সিংহটি এখন পর্যন্ত কাউকে আঘাত করেনি। আমরা চারপাশে কর্ডন করে রেখেছি। সাধারণ মানুষের জন্য কোনো ভয়ের কারণ নেই।”
আরও পড়ুন: কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মসজিদে তারেক রহমানের আর্থিক অনুদান





