জামায়াতে ইসলামী সব সময় মোনাফেকি করেছে : রিজভী

AK Azad
রাজশাহী অফিস
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ৪:৫৩ পূর্বাহ্ন, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় মোনাফেকি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর উচ্চবিদ্যালয় মাঠে শহীদ অধ্যাপক আব্দুল ওয়াহেদ মণ্ডলের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘আমরা জামায়াতকে সমর্থন করিনি। বিএনপির উদারতার কারণে তারা বাংলাদেশে প্রথম রাজনীতি করার সুযোগ পায়। কিন্তু সব সময় এই দল মোনাফেকি করেছে। মোনাফেকি ছাড়া তারা কিছু করেনি।’

তিনি আরও বলেন, ‘যে দল ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করেছে, হত্যা করেছে নির্বিচারে, জামায়াত বলে বসল তারা আওয়ামী লীগকে মাফ করে দেবে।’ আবু সাঈদ, মুগ্ধর রক্তকে কীভাবে মাফ করবেন, প্রশ্ন রাখেন রুহুল কবির রিজভী।
বিএনপির মুখপাত্র বলেন, মাফিয়া হাসিনার বিচার করতেই হবে, হুম-খুন- গুপ্ত হত্যা-ক্রসফায়ারে যেসব নেতা-কর্মীরা নিহত হয়েছে তাদের বিচার এ মাটিতেই হবে। দেশে বড় বড় প্রজেক্ট করে কোটি কোটি টাকা পাচার করেছে। কাউকে হত্যা করে রাজনীতি বন্ধ করা যাবে না।

বাগমারায় বিএনপি নেতা ও প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল ওয়াহেদ মন্ডল বিএনপি নেতা শহীদ সেকেন্দার এবং মরু হামিদসহ অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে বাগমারায়। তারাই আবার আওয়ামীলীগে যোগ দিয়ে রাজনীতি করেছে। পুলিশ-র‌্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে দমন-নিপীড়ন চালিয়েও রক্ষা হয়নি খুনি হাসিনার গদি। দেশ থেকে তাকে পালিয়ে যেতে হলো। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও কারাগারে বন্দি রেখেছিলেন।
রাজনৈতিক দল ও বিরোধী দল দমন করতে সবকিছু করেছেন পতিত শেখ হাসিনা।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আ.ন.ম সামসুর রহমান মিন্টু, তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রিয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. এরশাদ আলী ইশা, সহঃসাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ আমিনুল ইসলাম খান আলিম, আহ্বায়ক রাজশাহী জেলা বিএনপি ও সদস্য জাতীয় নির্বাহী কমিটি আবু সাইদ চাঁদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজশাহী জেলা ও সদস্য কেন্দ্রিয় নির্বাহী বিএনপি সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব রাজশাহী জেলা বিএনপি শ্রী বিশ্বনাথ সরকার, সহঃ সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ ওবায়দুর রহমান চন্দন, সদস্য সচিব রাজশাহী মহানগর বিএনপির মামুন অর রশিদ, আহ্বায়ক বাগমারা উপজেলা বিএনপি ডিএম জিয়াউর রহমান, ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, বাগমারা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন, জেলা বিএনপির মহিলা দলনেত্রী শামসাদ বেগম মিতালী, সদস্য মহানগর বিএনপির মামুনুর রশীদ, বিএনপি নেতা গনিপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. মনিরুজ্জামান রঞ্জু, প্রমুখ।

সার্বিক সহযোগিতায় বাগমারা উপজেলা বিএনপি।