রামগঞ্জে চোরাইকৃত মোটরসাইকেলসহ দুই যুবক গ্রেফতার

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় চোরাইকৃত ১টি মোটরসাইকেল সহ বুলেট অপু (২৩) ও শাহজাহান (২৮) নামের দুই যুবককে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
সোমবার (১১ আগস্ট) দিবাগত গভীর রাতে হাজীগঞ্জ উপজেলার সেন্দ্রা পেট্রোল পাম্প সংলগ্ন একটি চায়ের দোকান থেকে তাদেরকে গ্রেফতার করা হয় ।
আরও পড়ুন: সাদা পাথর রক্ষায় প্রশাসনের ৫ দফা সিদ্ধান্ত
গ্রেফতারকৃত বুলেট অপু চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের আকরাম উদ্দিন পন্ডীত বাড়ির মিজান হোসেনের ছেলে, অপর জন নাম শাহজাহান একই ইউনিয়নের হরিশ্চর লোচার বাড়ির মো. ইউসুফের ছেলে।
জানা গেছে , গত ৩০ জুলাই রাতে রামগঞ্জ বাজার ব্যবসায়ী চন্দন মজুমদারের মোটরসাইকেল ও নগদ ৪ লক্ষ টাকা ছিনতাই হয়। এ বিষয়ে ভুক্তভোগী চন্দন রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে মঙ্গলবার রাতে রামগঞ্জ থানার এস আই সাব্বির, এএসআই মনির হোসেন,এএসআই মোরশেদ ও মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক সহ একটি মোটরসাইকেল উদ্ধার করেন।
আরও পড়ুন: পাবনায় অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহণ ধর্মঘট প্রত্যাহার
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারি জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে অপু ও শাহজাহানকে আটক করে পরে তাদের কে গ্রেফতার দেখিয়ে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ছিনতাই সহ একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।